ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

অসাম্প্রদায়িক চেতনার ভীত তৈরি করেছিলেন কাজী নজরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ২৫, ২০২১
অসাম্প্রদায়িক চেতনার ভীত তৈরি করেছিলেন কাজী নজরুল

বরিশাল: বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্ম দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে মেহেন্দিগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য (এমপি) পংকজ নাথ বলেন, অসাম্প্রদায়িক চেতনার ভীত তৈরি করেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল। বিদ্রোহী কবি, চেতনার কবি কাজী নজরুল।

১৯৭৩ সালে বঙ্গবন্ধু কাজী নজরুল ইসলামের নাম জাতীয় কবি হিসেবে ঘোষণা দিয়ে নজরুল ইসলামকে বাংলাদেশে ফিরিয়ে এনেছিলেন।  

অনুষ্ঠানের শুরুতে এমপি পংকজ নাথ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মাহাবুবুল আলম, মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহে আলম বয়াতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ২৫, ২০২১
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।