ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বিস্তারের ‘বীক্ষণ ও বাহাস’ এর ৪৮তম পর্ব সন্ধ্যায়

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২১
বিস্তারের ‘বীক্ষণ ও বাহাস’ এর ৪৮তম পর্ব সন্ধ্যায়

ঢাকা: চিটাগাং আর্ট কমপ্লেক্সের সহযোগী সংগঠন ‘সিনে ক্লাব বিস্তার’ এর আয়োজনে আন্তর্জালভিত্তিক চলচ্চিত্রবিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান, 'বীক্ষণ ও বাহাস' এর ৪৮তম পর্ব শনিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ আসরে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নন্দিত চিত্রগ্রাহক পঙ্কজ পালিত।

তার সঙ্গে এ বাহাস পর্বের আলোচনায় অংশ নেবেন লেখক ও চলচ্চিত্রকর্মী আলম খোরশেদ। সবশেষে থাকবে উপস্থিত দর্শকদের অংশগ্রহণে মুক্তালোচনা ও প্রশ্নোত্তরপর্ব।

এ অনুষ্ঠানের জুম লিঙ্কটি হচ্ছে:
https://us02web.zoom.us/j/83345153803?pwd=SDN5UEhlWDkxS3lxVmhDS1JERmZyUT09

Meeting ID: 833 4515 3803

Passcode: bistaar

এছাড়া বিস্তারের ফেসবুক পেজ থেকেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। তার লিঙ্ক:
https://www.facebook.com/chittagongartscomplex

সবার জন্য উন্মুক্ত এ অনুষ্ঠানে চলচ্চিত্রানুরাগী সবাই বিশেষভাবে আমন্ত্রিত।  

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।