ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

রয়েছি পড়ে পিছু | জিয়াউর রহমান শিমুল

শিল্প-সাহিত্য ~ কবিতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
রয়েছি পড়ে পিছু | জিয়াউর রহমান শিমুল

তুই আমার বাহিরটা দেখেছিস
ভেতরটা না পাওয়ায় পরিপূর্ণ
তুই আমার চাওয়া দেখেছিস
পাওয়াটা ভীষণভাবে শূন্য।


তুই আমায় হাসতে দেখেছিস
আড়ালের কান্না তোকে ছুঁয়ে যায়নি
তুই আমায় রাগতে দেখেছিস
লুকিয়ে থাকা কষ্ট তোকে ডাকেনি।


আমি বাঁধন হারা পথিক তাই বাঁধতে শিখিনি কিছু
আমি সম্পর্ক কী জানিনি তাই রয়েছি পড়ে পিছু।


আমি হারতে শিখেছি অবশেষে
তবু হারতে দেইনি কাউকে
আমি সদা প্রস্তুত যেতে অতীতের বেশে
ভুলাতে আমি নিজেকে।

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।