ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

শিল্পকলায় শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় নৃত্য উৎসব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
শিল্পকলায় শুরু হলো তিন দিনব্যাপী জাতীয় নৃত্য উৎসব

ঢাকা: শিল্প, শিল্পী, অনুভূতি, সংগীত, শরীরী ভাষা- সব মিলিয়ে নৃত্য। তাইতো নৃত্যকে সব শিল্পের জননী উল্লেখ করে তিন দিনব্যাপী জাতীয় নৃত্য উৎসবের উদ্বোধন করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করা হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এ নৃত্য উৎসবে ৭৫টি মৌলিক নৃত্য পরিবেশন করবেন সারাদেশের ৭৫টি নৃত্য সংগঠন। এর মধ্যে ঢাকার ৫০টি ও ঢাকার বাইরের ২৫টি দলে এ আয়োজনে অংশগ্রহণ করবেন প্রায় এক হাজার নৃত্যশিল্পী।

প্রতিদিন বিকেল ৪টা থেকে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত তিন দিনের এ উৎসব শেষ হবে শনিবার (২২ জানুয়ারি)।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এইচএমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।