ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

রাজবাড়ীতে ২ দিনব্যাপী বাংলা উৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
রাজবাড়ীতে ২ দিনব্যাপী বাংলা উৎসব

রাজবাড়ী: শুদ্ধ বাংলা ভাষার যথাযথ চর্চার লক্ষে রাজবাড়ী একাডেমির উদ্যোগে রাজবাড়ীতে ২ দিনব্যাপী বাংলা উৎসব-১৪২৮ শুরু হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টায় উৎসব উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

পরে রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।

উৎসবের উদ্বোধন করেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।
 
দুই দিনব্যাপী উৎসবে রাজবাড়ী জেলার বিভিন্ন বিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থী কুইজ, আবৃত্তি, অভিধান থেকে শব্দ বের করা, চিত্রাঙ্কন, দেয়ালিকা, বানান সংশোধন, সুন্দর হাতের লেখাসহ ৪০টি বিষয়ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।