ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

চারুকলায় সফিউদ্দীন আহমেদের জন্মশতবার্ষিকী উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, জুন ২৩, ২০২২
চারুকলায় সফিউদ্দীন আহমেদের জন্মশতবার্ষিকী উৎসব শুরু

ঢাকা: বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক শিল্পগুরু সফিউদ্দিন আহমেদের শততম জন্মবার্ষিকী উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্ট মেকিং বিভাগ। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টায় চারুকলার জয়নুল গ্যালারিতে দুই দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী।

উৎসবে ছাপচিত্রের প্রদর্শনী, সফিউদ্দীন সম্মাননা পদক প্রদান, পুনর্মিলনী, আলোচনা, স্মৃতিচারণসহ নানা আয়োজন রয়েছে। এর আগে বুধবার (২২ জুন) প্রিন্ট মেকিং বিভাগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জন্মশতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক রোকেয়া সুলতানা, সদস্য সচিব অধ্যাপক মো. আনিসুজ্জামান এবং প্রিন্ট মেকিং বিভাগের চেয়ারম্যান শেখ মোহাম্মদ রোকনুজ্জামান।

এ সময় বক্তারা বলেন, শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ বাংলাদেশের ছাপচিত্রের জনক। ভারতীয় ছাপচিত্রের গুরু যাকে মানা হয়, সেই সোমনাথ হোর সফিউদ্দীন আহমেদের ছাত্র ছিলেন। এ উৎসবের মধ্য দিয়ে আমরা শিল্পীগুরু সফিউদ্দীন আহমেদকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। এর মধ্য দিয়ে বাংলাদেশের ছাপচিত্রের ইতিহাস ও তার অগ্রগতি ফুটে উঠবে।

উৎসবে দেশের সাতজন শিল্পীকে ‘শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ জন্মশতবার্ষিকী-২০২২’ সম্মাননা দেওয়া হবে। এরা হলেন- মোহাম্মদ কিবরিয়া (মরণোত্তর), রফিকুন নবী, মনিরুল ইসলাম, মাহমুদুল হক (মরণোত্তর), কালিদাস কর্মকার (মরণোত্তর), শহীদ কবির ও সৈয়দ আবুল বারক আলভী।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুন ২৩, ২০২২
এইচএমএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।