ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

সোহেল হাসান গালিবের ‘চৌষট্টি পাখুড়ি’র উন্মোচন-আড্ডা শনিবার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
সোহেল হাসান গালিবের ‘চৌষট্টি পাখুড়ি’র উন্মোচন-আড্ডা শনিবার

সোহেল হাসান গালিবের কাব্যগ্রন্থ ‘চৌষট্টি পাখুড়ি’ নিয়ে আড্ডা ও আলোচনা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনের বাতিঘরে।

কবি জানিয়েছেন, এটি তার দীর্ঘদিনের কবিতাযাপন ও নিরীক্ষার ফসল।

বইটিতে তিনি পাঠকের বিশেষ অভিনিবেশ-প্রত্যাশী।

‘চৌষট্টি পাখুড়ি’ নিয়ে আলোচনা করবেন কবি ও অধ্যাপক শোয়াইব জিবরান, কবি ও কথাসাহিত্যিক মুম রহমান, অধ্যাপক মাসউদ ইমরান মান্নু, অধ্যাপক মোহাম্মদ আজম, গবেষক ও প্রাবন্ধিক কুদরত-ই-হুদা, কবি বিধান সাহা ও কবি হাসান রোবায়েত।

শুভেচ্ছা বক্তব্য রাখবেন বইটির প্রকাশক আদর্শ প্রকাশনের স্বত্বাধিকারী মাহাবুব রাহমান। অনুষ্ঠান সঞ্চালনা করবেন কবি আলমগীর নিষাদ।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।