ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিল্প-সাহিত্য

বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলন ‍শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
বগুড়ায় তিন দিনব্যাপী কবি সম্মেলন ‍শুরু

বগুড়া: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে তিন দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব কবি কামাল চৌধুরী।

 

উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন, বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক।  

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশনের মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম, বগুড়া পুলিশ সুপার কবি সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল মমিন খান, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান কবি রোকেয়া ইসলাম, ভারতীয় কবি প্রাণ জি বসাক।  

উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন, কবি প্রাবন্ধিক বজলুল করিম বাহার এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিআইআইটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাইদ সিদ্দিকী, আনন্দকণ্ঠের সভাপতি এবি এম জিয়াউল হক বাবলা, বগুড়া ইয়্যূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু।  

সঞ্চালনায় ছিলেন, কথাসাহিত্যিক রিপন আহসান ঋতু। এর আগে শহীদ মিনারে এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পুস্পস্তবক অর্পণের পর জেলা পরিষদ থেকে সাতমাথা পর্যন্ত কবি র‌্যালীতে বাংলাদেশ এবং ভারতের দুই শতাধিক কবি সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন।  

উদ্বোধনী অনুষ্ঠানের পর দিনব্যাপী বিভিন্ন বিষয়ের উপর ৮টি সেশন অনুষ্ঠিত হয়।  

সেশনসমূহে সভাপতিত্ব করেন প্রফেসর খৈয়াম কাদের, নিসর্গ সম্পাদক সরকার আশরাফ, কথাসাহিত্যিক রফিকুর রশীদ, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, কবি ফরিদ আহমদ দুলাল, শেলী সেনগুপ্তা এবং কবি ফারুক মাহমুদ।  

শুভেচ্ছা বক্তব্য রাখেন, বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী, দৈনিক করতোয়ার বার্তা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য্য শংকর এবং জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন।

বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক বাংলানিউজকে জানান, কবি সম্মেলনের তিন দিনে ২০টি সেশনের বিভিন্ন পর্বে কবি সাহিত্যিকরা অংশগ্রহণ করবেন। কবি সম্মেলনের ২য় দিন শনিবার (২৬ নভেম্বর) নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখায় ৫জন বিশিষ্ট ব্যক্তিকে বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২২ প্রদান করা হবে। কবি সম্মেলনের ৩য় দিন রোববার (২৭ নভেম্বর) মমইন ইকোপার্কে কবিতাভ্রমণ, সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।