ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৩ কোটি টাকা সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।  

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

 

ব্যাংকের পর্ষদ সভায় অর্থনৈতিক সংকটময় অবস্থা, বন্যা পরিস্থিতিসহ দেশের সার্বিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, এই টাকার ২২ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে এবং এক কোটি টাকা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আগস্ট মাসের একদিনের মূল বেতন হতে দেওয়া হচ্ছে।

এ তহবিল থেকে জুলাই-২০২৪ ছাত্র-জনতার অভ্যুত্থানে হতাহতদের সাহায্যে গঠিত ফাউন্ডেশনে পাঁচ কোটি টাকা দেওয়া হবে বলেও পর্ষদে সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
জেডএ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।