ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ব্যাংকিং

ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের ‘ফাউন্ডেশন কোর্স’ সম্পন্ন 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
ন্যাশনাল ব্যাংক কর্মকর্তাদের ‘ফাউন্ডেশন কোর্স’ সম্পন্ন 

ঢাকা: বেসরকারি খাতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শিক্ষানবিশ কর্মকর্তাদের ৫২তম ব্যাচের ‘ফাউন্ডেশন কোর্স’ সম্পন্ন হয়েছে।

সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে এ কোর্সের আয়োজন করা হয়।

রোববার (১৭ এপ্রিল) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উক্ত কোর্সে ৩২ জন শিক্ষানবিশ কর্মকর্তা অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রেজারি বিভাগের প্রধান আবদুস সোবহান খান।  

এ সময় ব্যাংকের এভিপি ও  ট্রেনিং ইনস্টিটিউটের  অধ্যক্ষ (চলতি দায়িত্ব) ফারজানা হক উপস্থিত ছিলেন। সবশেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এসই/এএটি/পিসি                                   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।