ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ব্যাংকিং

রিজার্ভ অর্থ চুরি: বুধবার প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
রিজার্ভ অর্থ চুরি: বুধবার প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি

ঢাকা: নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরির বিষয়ে অন্তবর্তীকালীন প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একথা জানান।

তিনি বলেন, আজ (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে তদন্ত কমিটির অন্তবর্তীকালীন প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এর আগে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
এসই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।