ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঢাকা: প্রাইম ব্যাংক লিমিটেড ২০১৫ সালের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজধানীর খামার বাড়ি কৃষিবিদ ইন্সটিটিউট কমপ্লেক্সে অনুষ্ঠিত প্রাইম ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী।
                
প্রাইম ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী সিরাজুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারপারসন নাসিম আনোয়ার হোসেন, পরিচালক মো. নাদের খান, সিরাজুল ইসলাম মোল্লা এমপি, মেরিনা ইয়াসমিন চৌধুরী, মাফিজ আহমেদ ভূঁইয়া, সালমা হক, মো. শাহাদাত হোসেন, ওয়াহিদ মুরাদ জামিল, মো. মুশতাক আহমেদ তানভীর (তিতাস) ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী সভায় উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ এহসান হাবীব সবাইকে স্বাগত জানান।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল: ২৬, ২০১৬
এসই/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।