ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ব্যাংকিং

রিজার্ভ চুরির দায় নেবে না সুইফট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মে ১০, ২০১৬
রিজার্ভ চুরির দায় নেবে না সুইফট

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা ঝুঁকির অভিযোগ অস্বীকার করেছে আন্তঃব্যাংক লেনদেনের বৈশ্বিক সংগঠন সুইফট।

ব্রাসেলসভিত্তিক প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে মঙ্গলবার (১০ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, সুইফটের টেকনিশিয়ানদের ‘অবহেলা’র কারণে বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরির অভিযোগ সঠিক নয়।

‘এছাড়া বাংলাদেশ ব্যাংকসহ কোনো সদস্যের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব নয়। সুতরাং আমরা এ দায় নেবো না। ’
 
বাংলাদেশ পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, গত অক্টোবরে বাংলাদেশ ব্যাংকের সুইফট মেসেজিং প্ল্যাটফর্মের সঙ্গে একটি নতুন ট্রানজেকশন সিস্টেম যুক্ত করেন সুইফটের টেকনিশিয়ানরা।
তাদের অবহেলার কারণেই বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সার্ভার হ্যাকারদের সামনে উন্মুক্ত হয়ে পড়ে।
 
তবে সুইফট দাবি করছে, সুইফটের সঙ্গে যুক্ত প্লাটফর্ম এবং সংশ্লিষ্ট পরিবেশের নিরাপত্তার সম্পূর্ণ দায় অন্য সব সদস্যের মতো বাংলাদেশ ব্যাংকের।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, মে ১০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।