ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ব্যাংকিং

নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের পান্থপথ শাখা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, মে ২৪, ২০১৬
নতুন ঠিকানায় এক্সিম ব্যাংকের পান্থপথ শাখা

ঢাকা: গ্রাহকদেরকে আরো উন্নত সেবা প্রদানের লক্ষ্যে এক্সিম ব্যাংকের পান্থপথ শাখাকে নতুন ঠিকানায় (ইউনিয়ন হাইটস, পান্থপথ) বিস্তৃত পরিসরে স্থানান্তর করা হয়েছে।

 

মঙ্গলবার (২৪ মে) প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া, খন্দকার রুমী এহসানুল হক, মো. মুক্তার হোসাইন মো. হুমায়ূন কবীর, শাহ্ মো. আব্দুল বারী এবং প্রধান কার্যালয়ের নির্বাহীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, এক্সিম ব্যাংক সব সময়ই গ্রাহকবান্ধব। গ্রাহকদের আরো কাছে আসতে এবং উন্নত সেবা প্রদানের জন্যই আমরা পান্থপথ শাখাকে আরো বিস্তৃত পরিসরে স্থানান্তর করেছি।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মে ২৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।