ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ব্যাংকিং

নির্বাচন উপলক্ষে ৯ পৌরসভায় বুধবার ব্যাংক বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মে ২৪, ২০১৬
নির্বাচন উপলক্ষে ৯ পৌরসভায় বুধবার ব্যাংক বন্ধ

ঢাকা: ভোটগ্রহণ উপলক্ষে দেশের বিভিন্নস্থানের ৯টি পৌর এলাকার শাখা ব্যাংকগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
মঙ্গলবার (২৪ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব ব্যাংক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।


 
পৌর এলাকাগুলো হচ্ছে, নরসিংদীর ঘোড়াশাল ও রায়পুর, লক্ষীপুরের লক্ষীপুর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, নোয়াখালীর নোয়াখালী ও সেনবাগ, ফেনীর ছাগলনাইয়া, কক্সবাজারের টেকনাফ এবং খাগড়াছড়ির রামগড় পৌরে বুধবার সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
এতে বলা হয়, এসব এলাকার ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে এ সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
 
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মে ২৪, ২০১৬
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।