ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ব্যাংকিং

২৮ মে ও ৪ জুনের ইউপি নির্বাচনে ব্যাংক বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মে ২৫, ২০১৬
২৮ মে ও ৪ জুনের ইউপি নির্বাচনে ব্যাংক বন্ধ

ঢাকা: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের ভোটগ্রহণের জন্য ২৮ মে ও ৪ জুন সংশ্লিষ্ট এলাকার ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
 
বুধবার (২৫ মে) কেন্দ্রীয় ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।


 
এতে বলা হয়েছে, নির্বাচন কমিশন ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬’র পঞ্চম পর্যায়ের ৭৩৩ ইউনিয়ন পরিষদের নির্বাচেনের ভোটগ্রহণের দিন ২৮ মে এবং ষষ্ঠ পর্যায়ের ৭২৪টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণের জন্য ৪ জুন ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ও ভোটাধিকার প্রয়োগ এবং ভোটগ্রহণের সুবিধার্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ ঘোষণা করা হলো।
 
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, মে, ২৫, ২০১৬
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।