ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ব্যাংকিং

নেত্রকোনায় এক্সিম ব্যাংকের ১০৫তম শাখা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুন ৬, ২০১৬

ঢাকা: নেত্রকোনায় বেসরকারি খাতের এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেডের (এক্সিম ব্যাংক) ১০৫তম শাখার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৬ জুন) ব্যাংকের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্রান্ডিং ডিভিশনের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চ্যাটার্জীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে  বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, নেত্রকোনা জেলা পাবলিক হল মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

অনুষ্ঠানে মোহাম্মদ হায়দার আলী মিয়া অর্থনীতিকে সমৃদ্ধশালী করার জন্য ব্যাংকের আমানত প্রকল্পসমূহ ও বাণিজ্য প্রসারে ব্যাংকের বহুমুখী বিনিয়োগ প্রকল্পের কথা তুলে ধরেন।

‌এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া ও মো. হুমায়ূন কবিরসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ০৬, ২০১৬
ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।