ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ব্যাংকিং

রোজাদার পথচারীদের পাশে ইসলামী ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুন ৭, ২০১৬
রোজাদার পথচারীদের পাশে ইসলামী ব্যাংক

ঢাকা: রমজান মাসে ঢাকা ও চট্টগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ১ লাখ ৫০ হাজার পথচারী রোজাদারের মধ্যে ইফতার বিতরণের কর্মসূচি নিয়েছে ইসলামী ব্যাংক।

মঙ্গলবার (৭ জুন) ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ইফতার বিতরণের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইংয়ের প্রধান মো. মোশাররফ হোসাইন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন প্রধান ড. কামাল উদ্দিন জসিম উপস্থিত ছিলেন।

কর্মসূচির আওতায় ঢাকা মহানগরীর ৮টি এবং চট্টগ্রাম মহানগরীর ২টি গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিদিন ৫ হাজার প্যাকেট ইফতার বিতরণ করা হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ০৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।