ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ব্যাংকিং

রোটারির সাবেক গভর্নরের মৃত্যুতে ইসলামী ব্যাংকের শোক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, জুন ৮, ২০১৬
রোটারির সাবেক গভর্নরের মৃত্যুতে ইসলামী ব্যাংকের শোক

ঢাকা: রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাবেক গভর্নর ও র‌্যাপোর্ট বাংলাদেশের চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেনের গভীর শোক প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

বুধবার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নান ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষে শোকবাণী জানান।

মোশাররফ হোসেনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এতে আরও বলা হয়, ড. মোশাররফের মৃত্যুতে জাতি একজন দক্ষ সংগঠক ও প্রশিক্ষক হারালো। বাস্তবমুখী বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তিনি মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ইসলামী বাংক তার এ অবদান দীর্ঘ দিন শ্রদ্ধাভরে স্মরণে রাখবে।

রাজধানীর একটি হাসপাতালে মঙ্গলবার (৭ জুন) মোশাররফ হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুন ০৮, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।