ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ব্যাংকিং

সংবাদকর্মীদের নিয়ে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
সংবাদকর্মীদের নিয়ে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সংবাদমাধ্যম কর্মীদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বেসরকারি খাতের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই ইফতারের আয়োজন করা হয়।

এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী ওসমান আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের ও ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপকরা এবং সংবাদমাধ্যমের বিভিন্ন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতারের আগে অনুষ্ঠিত দোয়ায় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ১৪, ২০১৬
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।