ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) বোর্ড অব ডিরেক্টরদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জুন) ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, শনিবার (২৫ জুন) ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তাফা আনোয়ার।  

এসময় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নানসহ অন্যান্য ডিরেক্টররা উপস্থিত ছিলেন।  

সভায় সৌদি আরবের ইউসিফ আবদুল্লাহ আল-রাজী ও এম আযীযুল হককে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়া প্রফেসর সৈয়দ আহসানুল আলমকে চেয়ারম্যান করে এক্সিকিউটিভ কমিটি, হেলাল আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে অডিট কমিটি এবং মো. আবদুল মাবুদকে চেয়ারম্যান করে রিস্ক ম্যানেজমেন্ট কমিটি পুনর্গঠন করা হয়।  

এছাড়া সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়ীক কার্যক্রম পর্যালোচনায় অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ  করে বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিনিয়োগ সম্প্রসারণ করে দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দিক-নির্দেশনাও দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।