ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

দেশের সব বাণিজ্যিক এলাকায় ২-৪ জুলাই ব্যাংক খোলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
দেশের সব বাণিজ্যিক এলাকায় ২-৪ জুলাই ব্যাংক খোলা

ঢাকা: আগামী ২, ৩ ও ৪ জুলাই দেশের সব বাণিজ্যিক ও বড় বড় বিপণীবিতান এলাকায় ব্যাংক খোলা থাকবে। তবে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ওইসব এলাকায় কোন শাখা খোলা থাকবে তা নির্ধারণ করবে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (২৮ জুন) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র উপ মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

ব্যবসায়ীদের নগদ অর্থ লেনদেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন ছাড়করণ এবং আমদানি-রফতানি কার্যক্রমের সুবিধার্থে সোমবার (২৭ জুন) ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পক্ষ থেকে ব্যাংক খোলা রাখার অনুরোধ করা হয়। এই পরিপ্রেক্ষিতে  বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (২৮ জুন) সকালে এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোতে হবে বলেও জানানো হয়।

এর আগে ঈদ-উল ফিতর উপলক্ষে ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এক নির্বাহী আদেশে ১ থেকে ৯ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়। এতে বলা হয় ৪ জুলাইয়ের পরিবর্তে ১৬ জুলাই (শনিবার) অফিস করতে হবে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।