ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ব্যাংকিং

এনআরবি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহতাবুর রহমান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
এনআরবি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহতাবুর রহমান

ঢাকা: এনআরবি ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির)। ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৯তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়।

এর আগে তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মাহতাবুর রহমান দুবাইয়ে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং আবুধাবির শেখ খলিফা বিন জায়িদ বাংলাদেশ ইসলামিয়া (প্রাইভেট) স্কুলের অন্যতম স্পন্সর। এছাড়াও তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বপূর্ণ পদে রয়েছে।

১৯৫৮ সালে সিলেটে জন্মগ্রহণকারী মাহতাবুর রহমান বাংলাদেশ সরকার কর্তৃক তিনবার (২০১২-১৩, ২০১৩-১৪ এবং ২০১৪-১৫) সিআইপি নির্বাচিত হন। তিনি ২০১৩ ও ১৪ সালে বাংলাদেশে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ লাভ করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।