ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ব্যাংকিং

বাংলাদেশে এপিজির সম্মেলন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
বাংলাদেশে এপিজির সম্মেলন স্থগিত

ঢাকা: বাংলাদেশে অনুষ্ঠেয় সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও অর্থ পাচার রোধে গঠিক আর্ন্তজাতিক সংস্থা এশিয়া প্যাসিফিক গ্রুপ অব মানি লন্ডারিংয়ের (এপিজি) ১৯তম বার্ষিক সাধারণ সভা স্থগিত করেছে।

চলতি বছরের ২৩ জুলাই রাজধানীর হোটেল রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ছয় দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।



সোমবার (১১ জুলাই) সংগঠনের ওয়েবসাইটে বার্ষিক সভা স্থগিতের নোটিশ দেয় এপিজি কর্তৃপক্ষ।
একই সঙ্গে জানানো হয়েছে, সভাটি সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। সময় ও ভেন্যু শিগগির জানানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।

এর আগে ২০১৫ সালের ১৩-১৭ জুলাই নিউজিল্যান্ডের অকল্যান্ডে ৫ দিনব্যাপী এপিজি’র ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়।

এবারের সভায় ৪১টি দেশের প্রতিনিধি, ২৮টি আর্ন্তজাতিক সংস্থার পর্যবেক্ষকসহ প্রায় ৪শ’ জন বিদেশি পর্যবেক্ষক অংশ নেওয়ার কথা ছিলো।
বাংলাদেশ ব্যাংকের এক মহাব্যবস্থাপক বাংলানিউজকে বলেন, সম্প্রতি গুলশান হামলার পর বিদেশিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে এপিজি বাংলাদেশে অনুষ্ঠেয় সভা স্থগিত করেছে।

অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক সংগঠন এপিজি’র সঙ্গে সমন্বয়, তদারকি, এ সংক্রান্ত তথ্য আদান-প্রদানসহ সুনির্দিষ্ট বিষয়ে কাজ করে থাকে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্টস ইউনিট (বিএফআইইউ)।

** বাংলাদেশে এপিজির সভা শুরু ২৩ জুলাই

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এসই/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।