ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের ব্যবসায় পর্যালোচনা সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
ন্যাশনাল ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের ব্যবসায় পর্যালোচনা সভা

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপকদের ব্যবসায় পর্যালোচনা সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ১৯১টি শাখাকে ১৩টি গ্রুপে ভাগ করে দেশের ১৩টি এলাকায় একই সঙ্গে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিফ আলী খান। সহ সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহ সৈয়দ আব্দুল বারী।

সভায় বক্তারা একটি শক্তিশালী ব্যাংক গড়ে তোলার লক্ষ্যে শাখা প্রধানদের ২০১৬ অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন, সম্পদের গুণগত মান বজায় রাখা, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকদের গুণগত সেবা প্রদান, শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, নন-পারফর্মিং লোন শূন্যে নামিয়ে আনা ও মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে সজাগ দৃষ্টি রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।