ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

বিআইএর সচিব পদে এনামুল হকের যোগদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
বিআইএর সচিব পদে এনামুল হকের যোগদান

ঢাকা: বেসরকারি বিমা কোম্পানির সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সচিব হিসেবে যোগদান করেছেন এনামুল হক খান। উপসচিব থেকে সচিব পদে পদোন্নতি পাওয়ার পর মঙ্গলবার (০৯ আগস্ট) যোগদান করেছেন বলে বুধবার (১০ আগস্ট) বাংলানিউজকে জানিয়েছেন তিনি।

জানা যায়, তিনি ২০১২ সালের সেপ্টেম্বর মাসে সহকারী সচিব হিসেবে বিআইএতে যোগ দেন। তারপর ২০১৩ সালের আগস্টে উপসচিব হিসেবে পদোন্নতি লাভ করেন। এরপর গত ৮ আগস্ট পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন।

এনামুল হক সুইডেনের উমেয়া ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসন ও ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া নেদারল্যান্ডস্ থেকে ইন্টারন্যাশনাল বিজনেস বিষয়ে অধ্যয়ন করেন। তিনি রয়েল ডেনিস অ্যামবাসির ফেলোসিপে আইআইটি, ভারতের পশ্চিমবঙ্গ, খড়গপুর আইআইএম, কলকাতা থেকে মিড লেভেল ম্যানেজারস ট্রেনিং সম্পন্ন করেন।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
এমএফআই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।