ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ব্যাংকিং

বর্জ্য অপসারণে চসিককে এক্সিম ব্যাংকের ৫০ ভ্যান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
বর্জ্য অপসারণে চসিককে এক্সিম ব্যাংকের ৫০ ভ্যান বর্জ্য অপসারণে চসিককে এক্সিম ব্যাংকের ৫০ ভ্যান

ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) ৫০টি বর্জ্য অপসারণ ভ্যান বিতরণ করেছে বেসরকারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক)।

চসিক’র ‘ডোর টু ডোর পরিচ্ছন্নতা কার্যক্রম’কে উদ্বুদ্ধ করতে এক্সিম ব্যাংক ভ্যানগুলো বিতরণ করেছে।

সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনের কাছ থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া ভ্যানগুলো গ্রহণ করেন।

এসময় এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বলেন, এক্সিম ব্যাংক পরিবেশ সচেতন ব্যাংক। অভ্যন্তরীণভাবে আমরা সব সময় গ্রিন ব্যাংকিং অনুসরণ করে চলি ও বিনিয়োগের ক্ষেত্রেও পরিবেশ সচেতন প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দিয়ে থাকি। পরিবেশের প্রতি আমাদের এ দায়বদ্ধতা থেকেই আমরা সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগে অতীতেও পৃষ্ঠপোষকতা করেছি বর্তমানেও করছি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক এসএম আবু জাকের ও বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা।

বাংলাদেশ সময়: ০৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৭
এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।