ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকে শরীআহ্ সচেতনতা শীর্ষক আলোচনা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
ইসলামী ব্যাংকে শরীআহ্ সচেতনতা শীর্ষক আলোচনা

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নবাবপুর রোড কর্পোরেট শাখায় ‘শরীআহ্ সচেতনতা’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।  

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শামসুজ্জামান।

 

এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শরীআহ্ সেক্রেটারিয়েট ডিভিশনের প্রধান মো. শামসুল হুদা ব্যাংকিং কার্যক্রমে শরীআহ্ পরিপালন বিষয়ে আলোচনা করেন।  

অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন পর্যায়ের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।    

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।