ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ব্যাংকিং

পেপাল সেবা নিয়ে আসছে সোনালী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
পেপাল সেবা নিয়ে আসছে সোনালী

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পেপাল সেবা চালু করতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে আউটসোর্সিং খাতের জনপ্রিয় অনলাইন মার্চেন্ট পেপালের অনুমতি পেয়ে গেছে ব্যাংকটি। অতি দ্রুতই তারা এটি নিয়ে আসছে।

সূত্রমতে, ইতোপূর্বেই পেপালের সঙ্গে সোনালীর এ সংক্রান্ত চুক্তি সম্পন্ন হয়। সোমবার (২০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের অনুমতিপত্র সোনালী ব্যাংকে এসে পৌঁছেছে।

এতে তারা অনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারছে।

মূলত প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্য-যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশে পেপাল কার্যক্রম শুরুর উদ্যোগ। যার ধারাবাহিকতায় এই সাফল্য।

গত বছর যুক্তরাষ্ট্র সফরে পেপালের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সেসময় প্রতিমন্ত্রী জানান, তাদের তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত করতে কৌশলগত দিক নিয়ে আলোচনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৭
এসই/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।