ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ব্যাংকিং

ওয়ান ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে মাহমুদুন নবী

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
ওয়ান ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক পদে মাহমুদুন নবী

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং হেড অব কর্পোরেট অ্যাসেট মার্কেটিং হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহমুদুন নবী চৌধুরী। এর আগে তিনি ব্র্যাক ব্যাংকের হেড অব কর্পোরেট ব্যাংকিং পদে দায়িত্ব পালন করে আসছিলেন।

ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট হিসেবে ১৯৯৫ সালে ইক্যুইটি ভ্যালুয়েশন রিসার্চ অ্যান্ড ডিসট্রিবিউশন (ইভিআরডি) এ যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।

১৯৯৭ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন মাহমুদুন নবী চৌধুরী।

 

সুদীর্ঘ ২০ বছর কর্মজীবনে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ব্র্যাক ব্যাংক লিমিটেডের বিভিন্ন দায়িত্বশীল পদে নিয়োজিত ছিলেন। তিনি দেশ ও বিদেশে অনেক প্রশিক্ষণ ও কর্মশালায় যোগদান করেন।

মাহমুদুন নবী চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।