ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ওয়ান ব্যাংকের ১৮তম এজিএম অনুষ্ঠিত, লভ্যাংশ ঘোষণা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, মে ১৩, ২০১৭
ওয়ান ব্যাংকের ১৮তম এজিএম অনুষ্ঠিত, লভ্যাংশ ঘোষণা

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

গত ১১ মে (বৃহস্পতিবার) রাজধানীর ইস্কাটন গার্ডেন রোড, রমনায় পুলিশ কনভেনশন হলে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ওয়ান ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ এইচ চৌধুরী।

 

সভায় শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস এবং ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটি।  

এতে আরও উপস্থিত ছিলেন ওয়ান ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান অশোক দাশ গুপ্ত, নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ্, পরিচালক এ. এস. এম. শহীদুল্লাহ্ খান,  কাজী রুকুনউদ্দীন আহমেদ, শওকত জামান, সালাহউদ্দিন আহমেদ, সৈয়দ নুরুল আমিন ও ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম এবং কোম্পানি সেক্রেটারি জন সরকারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা,  ১৩, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।