ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

গ্রাহকদের জন্য আয় সুরক্ষা প্ল্যান চালু করেছে ইবিএল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জুন ২০, ২০১৭
গ্রাহকদের জন্য আয় সুরক্ষা প্ল্যান চালু করেছে ইবিএল গ্রাহকদের জন্য আয় সুরক্ষা প্ল্যান চালু করেছে ইবিএল

ঢাকা: মেটলাইফের সহায়তায় ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) তাদের পে-রোল ব্যাংকিং গ্রাহকদের জন্য আয় সুরক্ষা প্ল্যান ‘ইবিএল সেলারি শিল্ড’ চালু করেছে।

এর আওতায় ইবিএল পে-রোল ব্যাংকিং গ্রাহকদের স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত মৃত্যু এবং হাসপাতাল চিকিৎসার ক্ষেত্রে বিশেষ বীমা কভারেজ দেওয়া হবে।

মঙ্গলবার (২০ জুন) ব্যাংকটির পক্ষ থেকে পঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইবিএল সেলারি শিল্ড’ নামক বীমা কভারেজের আওতায় পে-রোল ব্যাংকিং গ্রাহকদের স্বাভাবিক এবং দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে নমিনিরা যথাক্রমে ছয় মাস ও ১২ মাসের সমপরিমাণ সেলারি লাভ করবেন।

এছাড়াও গ্রাহকরা হাসপাতালে চিকিৎসাকালে দৈনিক নির্দিষ্ট পরিমাণে নগদ অর্থসহ হাসপাতাল ব্যয় পরিশোধের সুবিধা পাবেন।

সম্প্রতি ঢাকায় ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং মেটলাইফের চেয়ারম্যান- বাংলাদেশ, নেপাল ও মায়ানমার মো. নূরুল ইসলাম এতদসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুন ২০, ২০১৭
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।