ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

ব্যাংকিং

কুষ্টিয়ায় এসবিএসি ব্যাংকের ৫৬তম শাখা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
কুষ্টিয়ায় এসবিএসি ব্যাংকের ৫৬তম শাখা ফিতা কেটে এসবিএসি ব্যাংকের শাখা উদ্বোধন করছেন অতিথিরা

ঢাকা: বেসরকারি খাতের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ৫৬তম শাখার কার্যক্রম শুরু হয়েছে কুষ্টিয়ায়।

জেলা শহরের এন এস রোডের নূর টাওয়ারে এ শাখার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। রোববার (৩০ জুলাই) ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শাখা উদ্বোধনকালে ব্যাংকের চেয়ারম্যান বলেন, চলতি অর্থবছরে জিডিপির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ৪ শতাংশ অর্জন করতে কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত মুদ্রানীতি বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। দেশের অর্থনীতির প্রাণ কৃষিখাত। এজন্য সব ধরনের ঋণের পাশাপাশি আমরা কৃষিখাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। কৃষিখাতে ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জন করায় বাংলাদেশ ব্যাংক থেকে একাধিকবার লেটার অব অ্যাপ্রিসিয়েশন পেয়েছি।  

এস এম আমজাদ হোসেন বলেন, আমরা এ ধারা অব্যাহত রাখতে চাই। দেশে অনেক ব্যাংক রয়েছে, তবে এরমধ্যে সর্বোত্তম গ্রাহক সেবা দিয়ে আমরা দেশের ব্যাংকিং জগতে প্রথম হতে চাই। বিভিন্ন প্রান্তে আমাদের ব্যাংকের শাখা স্থাপনের মূল উদ্দেশ্য নতুন উদ্যোক্তা তৈরি করা।  

তিনি আরও বলেন, আমরা সেভাবেই, এসএমই, কৃষি ও নারী উদ্যোক্তা ঋণ প্রদান করার নীতিমালা করেছি। নতুন প্রজন্মের ৯ ব্যাংকের মধ্যে নিট মুনাফা, রেমিট্যান্স, বৈদেশিক বাণিজ্য এবং ঋণ ও আমানতের পরিমাণে এগিয়ে। এ ব্যাংকগুলোর মধ্যে শাখার সংখ্যাও আমাদের সর্বোচ্চ। চলতি বছরের মধ্যে আমরা আরও ৮শাখার কার্যক্রম শুরু করতে পারলে এসবিএসির শাখা হবে ৬৪টি।   

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক ইঞ্জিনিয়ার মোকলেসুর রহমান, স্বতন্ত্র পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, বৈদেশিক বাণিজ্য বিভাগের প্রধান শফিউদ্দিনআহমেদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মো. আশরাফুল আলম।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।