ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ব্যাংকিং

বন্দরে ব্যাংক খোলা ২৪ ঘণ্টা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৯
বন্দরে ব্যাংক খোলা ২৪ ঘণ্টা বাংলাদেশ ব্যাংক

ঢাকা: রপ্তানি ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দেশের বন্দরগুলোতে ২৪ ঘণ্টা ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (০৬ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠায়।

এতে বলা হয়, রপ্তানি আয় বৃদ্ধি ও বৈদেশিক বিনিয়োগের লক্ষ্যে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দরের মতো অন্যান্য বন্দরেও ব্যাংক বুথের কার্যক্রম পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সাতদিন ২৪ ঘণ্টা চালু রাখতে হবে।

এজন্য স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

রপ্তানি আয় ও  বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য চলতি বছরের ১২ মে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৯
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।