ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ব্যাংকিং

প্রাইম ব্যাংক-উত্তরা মোটরসের সমঝোতা স্মারক সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
প্রাইম ব্যাংক-উত্তরা মোটরসের সমঝোতা স্মারক সই সমঝোতা স্মারক সই অনুষ্ঠান, ছবি: বাংলানিউজ

ঢাকা: যৌথভাবে মোটরসাইকেল ফাইন্যান্সিং ও কারলোনে ক্রেতাদের বিশেষ সেবা দিতে প্রাইম ব্যাংক ও উত্তরা মোটরস লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের কনজিউমার ব্যাংকিং বিভাগের প্রধান এএনএম মাহফুজ ও উত্তরা মোটরসের পরিচালক (অর্থ ও প্রশাসন) এবিএম হুমায়ুন কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।

এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ ও উত্তরা মোটরস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।