ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ব্যাংকিং

চট্টগ্রাম হাসপাতালে ন্যাসাল ক্যানুলা দিল সিটি ব্যাংক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জুন ১৭, ২০২০
চট্টগ্রাম হাসপাতালে ন্যাসাল ক্যানুলা দিল সিটি ব্যাংক চট্টগ্রাম হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুমের কাছে হস্তান্তর হচ্ছে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা।

ঢাকা: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা দিয়েছে সিটি ব্যাংক।

ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের উদ্যোগে এই মেশিনটি হাসপাতালকে অনুদান হিসেবে দেওয়া হয়েছে।

বুধবার (১৭ জুন) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি ব্যাংক কর্তৃপক্ষ মঙ্গলবার (১৬ জুন) চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব মাসুমের কাছে হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা হস্তান্তর করেন। ফলে হাসপাতালে অধিক শ্বাসকষ্ট নিয়ে আসা রোগীরা উন্নত সেবা পাবেন।

ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার এ প্রসঙ্গে বলেন, সিটি ব্যাংক সবসময় দেশের যেকোনো প্রাকৃতিক কিংবা মানবিক বিপর্যয়কালে মানুষের পাশে দাঁড়িয়েছে, ভবিষ্যতেও দাঁড়াবে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।