ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ব্যাংকিং

সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা লকডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, জুন ২২, ২০২০
সোনালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখা লকডাউন

নীলফামারী: সোনালী ব্যাংক লিমিটেড নীলফামারীর কিশোরগঞ্জ শাখার এক সিনিয়র কর্মকর্তার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফলে সংক্রমণ রোধে শাখা ব্যাংক লকডাউন ঘোষণা করা হয়েছে।

সোমবার (২২ জুন) সকালে এ ঘোষণা দেওয়া হয়। ফলে সেখানে বন্ধ আছে সব ধরনের লেনদেন।

 

সোনালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক নাহিদা আক্তার লুবনা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

নীলফামারীর সিভিল সার্জন ডা. রণজিৎ কুমার বর্মণ বাংলানিউজকে জানান, জেলায় নতুন করে দু’জন করোনা পজিটিভ হয়েছেন। এদের মধ্যে একজন কিশোরগঞ্জ সোনালী ব্যাংক শাখার সিনিয়র কর্মকর্তা ও অন্যজন জেলা শহরের বড়বাজারের পল্লী চিকিৎসক। আক্রান্ত দু’জন জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন।

নীলফামারীতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৯৮ জন। এর মধ্যে নীলফামারী সদরে ৯৪, জলঢাকায় ৫৭, ডিমলায় ৪৭, সৈয়দপুরে ৪০, ডোমারে ৩৪ ও কিশোরগঞ্জ উপজেলায় ২৬ জন। মৃত্যুবরণ করেছেন ছয়জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪৩ জন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জুন ২২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।