ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

ব্যাংকিং

ওয়ান ব্যাংক লিমিটেডের গৃহয়ায়ন ভবন উপশাখার উদ্বোধন

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ২, ২০২১
ওয়ান ব্যাংক লিমিটেডের গৃহয়ায়ন ভবন উপশাখার উদ্বোধন ওয়ান ব্যাংক লিমিটেডের গৃহয়ায়ন ভবন উপশাখার উদ্বোধন। ছবি: বাংলানিউজ

ঢাকা: ওয়ান ব্যাংক লিমিটেড গৃহায়ন ভবনে ব্যাংকের মিরপুর শাখার অধীনে গৃহয়ায়ন ভবন উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।

সোমবার (১ মার্চ) সেগুনবাগিচায় গৃহায়ন ভবনে যৌথভাবে উপশাখাটির উদ্বোধন করেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. দেলওয়ার হায়দার এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফখরুল আলম।

এই উপশাখার মাধ্যমে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষসহ গ্রাহকগণ সকল প্রকার ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. শাহজাহান আলী, সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) ড. মো. মইনুল হক আনছারী, সদস্য (প্রকৌশল ও সমন্বয়) কাজী ওয়াসিফ আহমেদ এবং ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।