ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ইউসিবির প্রবেশনারি কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
ইউসিবির প্রবেশনারি কর্মকর্তাদের প্রশিক্ষণ সম্পন্ন

ঢাকা: সম্প্রতি প্রবেশনারি কর্মকর্তাদের জন্য ১২ সপ্তাহের কমপ্রিহেন্সিভ ফাউন্ডেশন প্রশিক্ষণ সম্পন্ন করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

সোমবার (২২ মার্চ) ইউসিবি থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ব্যাংকের গুলশান করপোরেট হেড অফিসের লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে প্রবেশনারি কর্মকর্তাদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্ন করা প্রবেশনারি কর্মকর্তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুহম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ আলম ভূঁইয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২১
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।