ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ব্যাংকগুলোতে উপচেপড়া ভিড়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
ব্যাংকগুলোতে উপচেপড়া ভিড় ব্যাংকে গ্রাহকদের ভিড়। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: দুইদিনের সাপ্তাহিক ছুটির পর ব্যাংক খুললে লেনদেনের সময় কম হওয়ার কারণে ব্যাংকগুলোতে গ্রাহকের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। করোনা ভাইরাস প্রতিরোধে অধিকাংশ ব্যাংকে মানা হচ্ছে না নিরাপদ শারীরিক দূরত্ব।



রোববার (১১ এপ্রিল) রাজধানীর মতিঝিল, গুলশান এলাকার ব্যাংকগুলোতে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, শুক্রবার ও শনিবার একটানা দুই দিনের ছুটিতে বন্ধ ছিলো ব্যাংক। তারপর করোনার সংক্রমণ রোধে ব্যাংকিং সময় (সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত) আড়াই ঘণ্টা করা হয়েছে। ১৪ এপ্রিল থেকে আসছে এক সপ্তাহের কঠোর লকডাউন। এসব কিছু মিলিয়ে গ্রাহকরা টাকা উত্তোলন ও জমা দিতে ভিড় করেছে ব্যাংকগুলোতে।
 
রোববার সকালে মতিঝিলে সোনালী ব্যাংকের স্থানীয় শাখায় গিয়ে দেখা গেছে, স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। সব গ্রাহক মিলে ক্যাশ কাউন্টারের সামনে জড়ো হয়ে অপেক্ষা করছেন। সাধারণ লেনদেনকারীদের কাউন্টারগুলোতে মোটামুটি নিরাপদ শারীরিক দূরত্ব মেনে অপেক্ষা করা হলেও সঞ্চয়পত্র কেনা-বেচার কাউন্টারের সামনে জড়ো হয়ে দাঁড়িয়ে আছেন গ্রাহক।
 
এদিকে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার সরকারি সিদ্ধান্তের কারণে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে ব্যাংকারদের।  ব্যাংকাররা জানিয়েছেন লেনদেনের সময় কমানো হলেও গ্রাহক কমেনি। তাই যতক্ষণ গ্রাহক থাকে ততক্ষণ লেনদেন করতে হচ্ছে। সোনালী ব্যাংকে সঞ্চয়পত্রের সুদের টাকা তুলতে এসেছেন আফসানা বেগম। সঙ্গে ছেলেকে নিয়ে এসেছেন। তিনি বলেন, লেনদেনের সময় কমে যাওয়ার কারণে টাকা তোলার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। সবাই টাকা তোলার জন্য লম্বা সিরিয়াল দিয়ে দাঁড়িয়েছেন। কখন টাকা তুলতে পারবো জানি না।
 
সাধারণ লেনদেনের পাশাপাশি সঞ্চয়পত্র ক্রয় ও সুদের টাকা তোলার জন্য লম্বা লাইন দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ সরকারি ব্যাংকের শাখাগুলোতে।
 
রূপালী ব্যাংকের স্থানীয় শাখার মহাব্যবস্থাপক খান মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, স্বাস্থ্যবিধির অংশ হিসেবে আমরা সব সময় গ্রাহককে শাখায় প্রবেশের আগে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার ব্যবস্থা রেখেছি। লেনদেনের জন্য নিরাপদ শারীরিক দূরত্ব মেনে অপেক্ষা করতে বলেছি।

ব্যাংক এশিয়া বসুন্ধরা শাখার অপারেশন ম্যানেজার শাহিদুল হক বলেন, নিরাপদ শারীরিক দূরত্ব মেনে লেনদেন করা হচ্ছে। ভেতরে প্রবেশের আগে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে সিরিয়াল দিয়ে অপেক্ষা করছেন গ্রাহক। যেসব গ্রাহক সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকে এসেছে সবাইকে সেবা দেওয়া হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এসই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।