ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

ব্যাংকের কর্মকর্তাই আত্মসাৎ করলেন আড়াই কোটি টাকা! 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জুন ১৫, ২০২১
ব্যাংকের কর্মকর্তাই আত্মসাৎ করলেন আড়াই কোটি টাকা!  প্রতীকী

ঢাকা: ডাচ-বাংলা ব্যাংকের আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত। অথচ সহযোগির সঙ্গে মিলে ব্যাংকেরই ২ কোটি ৫৭ লাখ ১ হাজার আত্মসাৎ করলেন তিনি।

 

ব্যাংকের বিপুল পরিমাণ এই অর্থ আত্মসাতের ঘটনায় চক্রের মূলহোতা শনাক্তসহ চার জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবির সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।  

তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বাংলানিউজকে জানান, ডাচ-বাংলা ব্যাংকের আইটি কর্মকর্তা ও তার সহযোগীকর্তৃক ২ কোটি ৫৭ লাখ ১ হাজার টাকা আত্মসাৎ চক্রের মূলহোতা শনাক্তসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।  

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, জুন ১৫, ২০২১
পিএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।