ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ব্যাংকিং

জেসিআই বাংলাদেশের সঙ্গে সিটি ব্যাংকের চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, জুন ১৬, ২০২১
জেসিআই বাংলাদেশের সঙ্গে সিটি ব্যাংকের চুক্তি

ঢাকা: সম্প্রতি সিটি ব্যাংক এবং জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও প্রশিক্ষণের আয়োজনের মাধ্যমে নারীর ক্ষমতায়ণে কাজ করবে।

এই বিশেষ চুক্তির আওতায় নারীদের জন্য একটি বিশ্ব সম্প্রদায়ে জড়িত থাকার জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগও তৈরি করবে।  

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন সিটি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং অরূপ হায়দার এবং জেসিআই বাংলাদেশের ২০২১ ন্যাশনাল প্রেসিডেন্ট নিয়াজ মোরশেদ এলিট।  

অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশ লিমিটেডের ফার্স্ট লেডি তাসমিনা আহমেদ শ্রাবণী এবং সিটি ব্যাংকের হেড অব সিটি আলো মারিয়াম জাভেদ জুহিসহ উভয় প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময় ২৩৫৮ ঘণ্টা, জুন ১৫, ২০২১
ডিএন/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।