ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ব্যাংকিং

১১ আগস্ট থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ৯, ২০২১
১১ আগস্ট থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম ফাইল ফটো

ঢাকা: দীর্ঘ এক মাসেরও বেশি সময় পরে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে দেশের ব্যাংকিং খাতে। করোনা ভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ঘোষিত ‘কঠোর লকডাউনের’ মেয়াদ না বাড়ানোর কারণে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম শুরুর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

 

১১ আগস্ট থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত। অন্যান্য আনুষাঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য জন্য ব্যাংক খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সোমবার (৯ আগস্ট) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত একটি সার্কুলার সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, অফিসের কর্মপরিবেশে সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি সবসময় মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০২১
এসই/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।