ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

‘রক অ্যান্ড রিদম’ কনসার্টে মেতেছিল তরুণরা

কর্পোরেট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
‘রক অ্যান্ড রিদম’ কনসার্টে মেতেছিল তরুণরা

ঢাকা: ‘রক অ্যান্ড রিদম ২.০’ শিরোনামে বছরের সবচেয়ে বর্ণিল কনসার্ট অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার (৯ মার্চ) অ্যাডভেন্টর কমিউনিকেশন্সের উদ্যোগে। এই কনসার্টে দারুণ সব লাইনআপে মেতে উঠেছিল বাংলার তরুণসমাজ।

এই কনসার্টে যোগ দিয়েছিল প্রায় ৯ হাজার সংগীতপ্রেমী। কনসার্টের মূল আকর্ষণ ছিল ‘পপাই বাংলাদেশ’, যিনি প্রথমবারের মতো বাংলাদেশে সংগীত পরিবেশন করেছেন। ইভেন্টে লাইভ পারফর্ম করেছে দেশের স্বনামধন্য ব্যান্ডদল অ্যাশেজ, মেঘদল, সোনার বাংলা সার্কাস, আফটারম্যাথ, হাইওয়ে, অড সিগনেচার এবং স্মুচেজ।

ইভেন্টটি অনুষ্ঠিত হয়েছে ঢাকার সবচেয়ে বড় মিউজিক্যাল ভেন্যু আইসিসিবি হল ৪-এ, যেখানে ছিল অসাধারণ সাউন্ড সিস্টেম এবং লাইটিং সিস্টেম।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ