ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

আড়াইহাজারে এক্সিম ব্যাংকের ১৫৫তম শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
আড়াইহাজারে এক্সিম ব্যাংকের ১৫৫তম শাখা উদ্বোধন আড়াইহাজারে এক্সিম ব্যাংকের ১৫৫তম শাখা উদ্বোধন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক্সিম ব্যাংকের ১৫৫তম শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আড়াইহাজার শাখায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আনিসুল আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের বহুমুখী আমানত, বিনিয়োগ হিসাব এবং আন্তরিক সেবার কথা উল্লেখ করে বলেন, এক্সিম ব্যাংক আপনাদেরই ব্যাংক, আপনারা এ ব্যাংকের ওপর আস্থা রাখুন, আপনাদের সহযোগিতায় এ ব্যাংক সামনে এগিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ