ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

প্যারাসুট জাস্ট ফর বেবির নতুন আয়োজন ‘ডক্টর’স অ্যাডভাইস’

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
প্যারাসুট জাস্ট ফর বেবির নতুন আয়োজন ‘ডক্টর’স অ্যাডভাইস’

ব্র্যান্ডের প্রতিশ্রুতি শিশুর নিরাপদ যত্ন নিশ্চিত করার অংশ হিসেবে শিশুর নিরাপদ যত্ন সংক্রান্ত প্রশ্নের নির্ভরযোগ্য উত্তর পেতে মায়েরা যেকোনো প্রশ্ন পাঠাতে পারবেন।

শিশুদের নিরাপদ যত্ন নিশ্চিতের লক্ষ্যে শুরু হয়েছে প্যারাসুট জাস্ট ফর বেবি’র নতুন আয়োজন ‘প্যারাসুট জাস্ট ফর বেবি ডক্টর’স অ্যাডভাইস’।

অনুষ্ঠানে প্যারাসুট জাস্ট ফর বেবির ফেসবুক পেজে শিশুর যত্ন সংক্রান্ত মায়েদের প্রশ্নের উত্তর দেবেন দুজন শিশু বিশেষজ্ঞ।
 
অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন জনপ্রিয় মডেল, অভিনেত্রী এবং একজন মা মাসুমা রহমান নাবিলা।  

অনুষ্ঠানে মায়েদের পরামর্শ দেবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিশুরোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক ডা. খান লামিয়া নাহিদ এবং বিআরবি হসপিটাল লিমিটেডের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মোহছেনা মৌ।

এ প্রসঙ্গে মাসুমা রহমান নাবিলা বলেন, প্যারাসুট জাস্ট ফর বেবি বিশ্বব্যাপী লক্ষাধিক মায়ের আস্থা অর্জন করেছে। ব্র্যান্ডটি মায়েদের জন্য শিশুর নিরাপদ যত্ন সহজলভ্য করার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শিশুর যত্ন নেওয়ার ক্ষেত্রে মায়েদের নির্ভরযোগ্য কারোর পরামর্শের প্রয়োজনীয়তা উপলব্ধি করে ব্র্যান্ড। সেখান থেকেই ‘প্যারাসুট জাস্ট ফর বেবি ‘ডক্টর’স অ্যাডভাইস অনুষ্ঠানটির শুরু। মায়েদের সব প্রয়োজন মেটানোর লক্ষ্যেই অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে এবং শিশুদের নিরাপদ যত্ন নিশ্চিতে দেশব্যাপী মায়েদের সাহায্য করতে পেরে আমি আনন্দিত।

অনুষ্ঠানে শিশুদের ত্বকের শুষ্কতা, র‍্যাশ এবং চুলকানি সম্পর্কে জানতে চেয়ে বেশ কয়েকজন মা প্রশ্ন করেন। কক্সবাজার থেকে অংশগ্রহণকারী একজন মা জানতে চান, তার আট মাস বয়সী শিশুর জন্য কোন পণ্য ব্যবহার করা উচিতে। এর জবাবে একজন শিশু বিশেষজ্ঞ ১০০ শতাংশ নিরাপদ উপাদানসমৃদ্ধ পণ্য ব্যবহারের পরামর্শ দেন, যা অ্যালার্জি-পরীক্ষিত এবং আন্তর্জাতিকভাবে সার্টিফাইড, উদাহরণস্বরূপ, অস্ট্রেলিয়ান মেড-সেফ সার্টিফাইড।

প্যারাসুট জাস্ট ফর বেবি অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ব্র্যান্ডটি শিশুর নিরাপদ যত্ন বিষয়ে প্রশ্ন করতে মায়েদের আমন্ত্রণ জানাচ্ছে। ‘প্যারাসুট জাস্ট ফর বেবি ‘ডক্টর’স অ্যাডভাইস’ অনুষ্ঠানের মাধ্যমে প্রশ্নের উত্তর পেতে এই লিংকে গিয়ে প্রশ্ন জমা করুন: https://www.facebook.com/parachutejustforbaby

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ