ঢাকা: জাপানের কানসাই নেরোল্যাক পেইন্টস (বাংলাদেশ) লিমিটেড সম্প্রতি তাদের পেইন্ট ডিলারদের বিদেশ ভ্রমণের আয়োজন করেছে। ৩৫ জন ডিলারদের অসামান্য অবদানকে পুরস্কৃত করা ও নেরোল্যাকের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্ক জোরদার করাই ছিল এ ট্রিপের লক্ষ্য।
এ ট্রিপের মাধ্যমে ডিলাররা কানসাই পেইন্ট কোং লিমিটেডের জাপানের টোকিওতে অত্যাধুনিক ফ্যাক্টরি পরিদর্শন করে তাদের উদ্ভাবনী এবং মানসম্মত পণ্যগুলো তৈরির পেছনের গল্প জানার সুযোগ পেয়েছিলেন। এছাড়াও পেইন্ট ডিলাররা টোকিও এবং ওসাকার ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করার বিশেষ সুযোগ পেয়েছেন।
কানসাই পেইন্টস ১০৪ বছর ঐতিহ্যের সঙ্গে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার ৮০টি দেশে পরিচালিত হয়ে আসছে। তারা এখন বিশ্বের ৭ম বৃহত্তম পেইন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান। জাপানিজ প্রযুক্তিতে পণ্যের গুণগতমান বজায় রাখায় অতি অল্প সময় বাংলাদেশেও তারা জনপ্রিয়তা অর্জন করেছে।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ০৪, ২০২৩
আরআইএস