ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

সিটি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
সিটি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত 

ঢাকা: সিটি ব্যাংক লিমিটেডের বিশেষ সাধারণ সভা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (১৪ জুন) এ সভা অনুষ্ঠিত হয়।

ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশেষ সাধারণ সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালকরা তাবাসসুম কায়সার, হোসেন মেহমুদ, সৈয়দা শায়রীন আজিজ, সাভেরা এইচ মাহমুদ, রেবেকা ব্রসন্যান, স্বতন্ত্র পরিচালক মতিউল ইসলাম নওশাদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশ নেন।

এ সভায় নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং অন্যান্য আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়া সাপেক্ষে পরিচালনা পর্ষদে পরিচালকের সংখ্যা কমানোর জন্য ব্যাংকের আর্টিকেল অব অ্যাসোসিয়েশনের প্রয়োজনীয় ধারার সংশোধনী অনুমোদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।