ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

বাজারে এলো মিতসুবিশির নতুন গাড়ি ‘এক্সপান্ডার’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
বাজারে এলো মিতসুবিশির নতুন গাড়ি ‘এক্সপান্ডার’

ঢাকা: গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে একটি পার্টনার ক্যাম্পেইন চালু করেছে মিতসুবিশি মোটরস বাংলাদেশ।

বুধবার (১২ জুলাই) মিতসুবিশি মোটরস বাংলাদেশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, মিতসুবিশির টেলিকম পার্টনার গ্রামীণফোন, ব্যাংকিং পার্টনার ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফাইন্যান্সিং পার্টনার আইপিডিসি ফাইন্যান্স এবং ট্রাভেল পার্টনার শেয়ার ট্রিপের গ্রাহকরা ৪৪ দশমিক ৫০ লাখ টাকা মূল্যের মিতসুবিশি এক্সপ্যান্ডারের ওপর পাচ্ছে ২৫ হাজার টাকার মূল্যছাড়। এছাড়াও পার্টনারস গ্রাহকরা এ ক্যাম্পেইনের মাধ্যমে বিভিন্ন মেয়াদে মিতসুবিশি গাড়ির পার্টস ও সব ধরনের গাড়ির সার্ভিসিং সেবা নিতে পারবে।

এ বিশেষ ছাড় চলবে পুরো জুলাই মাস পর্যন্ত। এছাড়াও ব্যাংকিং পার্টনারদের গ্রাহকরা শূন্য শতাংশ প্রসেসিং ফি ও আকর্ষণীয় ইন্টারেস্ট রেটে মিতসুবিশি এক্সপ্যান্ডার কিনতে পারবেন এবং ট্রাভেল পার্টনার শেয়ার ট্রিপ মিতসুবিশি এক্সপ্যান্ডার ক্রয়ে তাদের ট্রাভেল প্যাকেজের ওপর বিভিন্ন মেয়াদে ডিস্কাউন্ট সুবিধা পাবে।

র‍্যাংগস লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ ফাহিম হোসেন বলেন, মিতসুবিশি এক্সপ্যান্ডারে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক জাপানিজ প্রযুক্তি যা বাজারের সাত সিটের গাড়ির ক্যাটাগরিতে একটি উপযুক্ত চয়েস। নতুন এই এক্সপ্যান্ডারটি গ্রাহকদের জন্যে আকর্ষণীয় কিছু অফারের সঙ্গে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত।

অফারটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে হটলাইন নাম্বারে ০৯৬৬৭০৪৭০৪ কল করে এবং মিতসুবিশি এক্সপ্যান্ডার পাওয়া যাবে ঢাকা ও চট্টগ্রামে অবস্থিত মিতসুবিশি মোটরস বাংলাদেশের ফ্ল্যাগশিপ শো-রুমে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।