ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

কর্পোরেট কর্নার

ওয়ান ব্যাংকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
ওয়ান ব্যাংকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকা: সম্প্রতি ওয়ান ব্যাংক লিমিটেডের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম শহীদুল্লাহ খান কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।

 

এ সময় ব্যাংকের পরিচালক শওকত জামান, স্বতন্ত্র পরিচালক সাবেক নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

ওয়ান ব্যাংক লিমিটেড ১৯৯৯ সালের ১৪ জুলাই একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে কার্যক্রম শুরু করে। বর্তমানে ব্যাংক মোট ১১১টি শাখা, ১৭১টি এটিএম বুথ, ৩৯টি উপশাখা ও ১৭টি কালেকশন বুথের মাধ্যমে সারা দেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।